Ekhon Kolkata (Seg-1):আদালতের নির্দেশে ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে হল বিজেপি যুব নেতার দেহের ময়নাতদন্ত।Bangla News
আদালতের নির্দেশে কাশীপুরে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত হয় আলিপুরের ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে। আরজি কর থেকে রাজ্য বিজেপির সদর দফতরে এল অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ। শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, প্রিয়ঙ্কা টিবরেওয়ালের মতো প্রথম সারির বিজেপি নেতৃত্বরা। স্লোগানের মাধ্যমে পার্টি অফিসে দেহ নিয়ে গেলেন বিজেপি কর্মীরা। তারপর সেখান থেকে কাশীপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ।
কাশীপুরের বাড়ি থেকে নিমতলা শ্মশানের পথে নিহত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ। শেষ সময়ে কান্না ভেঙে পড়ল পরিবার। শেষযাত্রায় পা মেলালেন প্রতিবেশী-পরিজন। নিমতলা মহাশ্মশানে শেষকৃত্যে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।
“এগারো বছর ধরে তৃণমূল সরকার আমাদের কার্যকর্তাদের ওপর অত্যাচার চালাচ্ছে। যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট যে ছেলেটি প্রচণ্ড সক্রিয়, কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর অভ্যর্থনার অনুষ্ঠানে তাঁর বিরাট দায়িত্ব ছিল। তাকে বলা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। এটা তো তৃণমূল বলেই থাকে। নাটক কীভাবে করতে হয়, তা গোটা বিশ্ব মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখেছে। রাজ্য সরকারের হাসপাতাল এবং ডাক্তারদের অপর আমাদের বিশ্বাস নেই। এই দল ও তাদের কর্মীরা এত দুর্নীতির সাথে যুক্ত যে তাদের মনে হয় অন্যদিকের মানুষটাও একই জিনিস করে”। মন্তব্য অগ্নিমিত্রা পালের।