এখন কলকাতা (Seg 2): 'ছাড়ের কারণে চাপ বাড়ছে', বয়স্কদের ছাড়ের তালিকা থেকে বাদ দিল রেলমন্ত্রক | Bangla News
বয়স্কদের জন্য আপাতত রেলে ছাড় নয়, জানাল রেল মন্ত্রক (Railways Ministry)। ‘ছাড়ের কারণে রেলের ওপর চাপ বাড়ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত', তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের উত্তরে জানিয়েছেন রেলমন্ত্রী। ছাড় বহাল থাকছে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে। ছাড় বজায় থাকছে বিশেষভাবে সক্ষম, পড়ুয়া ও রোগীদের জন্য।
কালনা পুরসভায় পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া আজকের জন্য বাতিল। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় বাতিল পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া। তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যানকে মানলেন না বিক্ষুব্ধরা! কালনায় অফিসিয়াল প্যানেলের হার, চেয়ারম্যান বিক্ষুব্ধ কাউন্সিলর। কালনায় বিক্ষুব্ধদের ভোটে হারলেন তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যান। ভোটাভুটিতে প্রস্তাবিত চেয়ারম্যানের পক্ষে পড়ল মাত্র ৪টি ভোট। ১২জন কাউন্সিলরের ভোটে চেয়ারম্যান নির্বাচিত বিক্ষুব্ধ তৃণমূল নেতা। আনন্দ দত্তের পক্ষে ৪টি ভোট, বিক্ষুব্ধ তপন পোড়েলের পক্ষে ১২টি ভোট। ২ পক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত কালনা পুরসভার টাউন হল। টাউন হলের বারান্দা থেকে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশকে নির্দেশ মন্ত্রীর। ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত, পিছন থেকে ছুরি মেরেছেন কয়েকজন কাউন্সিলর’, বিক্ষুব্ধ ১২ তৃণমূল কাউন্সিলরের উদ্দেশে হুঁশিয়ারি মন্ত্রী স্বপন দেবনাথের।
ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার ভাইপো ও তৃণমূল কর্মী দীপক কান্দু। আসল চক্রী এখনও ধরা পড়েনি, সিবিআই (CBI) তদন্ত হলে আসল দোষীরা ধরা পড়বে, দাবি নিহত কংগ্রেস কাউন্সিলরের পরিবারের।