১৫ দিনের লড়াই শেষ, উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষিতা তরুণীর মৃত্যু উস্কে দিল নির্ভয়াকাণ্ডের স্মৃতি
লড়াই শেষ! প্রাণও শেষ। উত্তরপ্রদেশে নির্যাতিতার মৃত্যু। ফের একবার ধর্ষণের জেরে শেষ হয়ে গেল আরও এক ভারত-তনয়ার প্রাণ! চরম সমালোচনার মুখে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের তরুণীকে মারধর, গণধর্ষণের অভিযোগ। দু’ সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু নির্যাতিতার। যোগী রাজ্যে ফের গণধর্ষণ নিয়ে সরব প্রিয়ঙ্কা। কংগ্রেসের সাধারণ সম্পাদকের ট্যুইট, সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যু হয়েছে হাথরাসের দলিত কন্যার। ২ সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ওই তরুণী। হাথরাস, শাহজাহানপুর, গোরক্ষপুরে একের পর এক ধর্ষণের ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। মহিলাদের সুরক্ষার নামগন্ধ নেই। যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মহিলাদের সুরক্ষিত রাখার দায় আপনার।
All Shows





























