এক্সপ্লোর
'রুলস অফ দ্য গেম' নিয়ে এবিপি আনন্দর সঙ্গে আড্ডায় অনিরুদ্ধ
জি ফাইভে মুক্ত পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত অরিজিন্যাল ফিল্ম ‘রুলস অফ দ্য গেম’। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল ও অহনা কুমরা। সাত মাস পর কলকাতায় এসে এবিপি আনন্দের সঙ্গে এই ছবি নিয়েই খোলামেলা আলোচনায় পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। জানালেন তাঁর আগামীর পরিকল্পনাও।






























