খেলোয়াড় কপিল দেবের বাইরে এক অন্য কপিল দেবের কাহিনি শোনালেন ডিজাইনার অভিষেক রায়। নিজের পোশাকে তিনি সাজিয়েছেন কপিলকে। ব্যক্তিগত সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিলেন এবিপি আনন্দর সঙ্গে।