Film Star: নেটফ্লিক্সে আগামী কালই মুক্তি পেতে চলেছে কোটা ফ্যাক্টরি সিজন থ্রি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আকাশে ওড়ার স্বপ্ন মধ্যবিত্তেরও থাকে। স্বল্প মূল্যে সেই স্বপ্ন সত্যি করার কথা প্রথম কে ভাবে? ভারতের এক যাত্রীবাহী বিমান সংস্থার উড়ান কাহিনি দৃষ্টান্তে সেরা। সেই গল্পই শোনাবে অক্ষয় কুমারের ছবি 'সরফিরা'। এবছর ১৫ অগাস্ট রিলিজে কী কী চমক থাকছে? কোন কোন সিনেমায় থাকবে নজর? আগে থেকেই প্ল্যান সেরে রাখতে নোট নিয়ে রাখুন। একটি সিরিজের দুটি সিজনই প্রায় বদলে দিল তাঁর আসল নাম। ওয়েব সিরিজ পঞ্চায়েতে বিধায়কজির ভূমিকায় অভিনয় করে খ্যাতির আলোয় এসেছেন অভিনেতা পঙ্কজ ঝা। এখন বন্ধুবান্ধব থেকে শুরু করে রাস্তায় পরিচিত লোকেরা তাঁকে বিধায়কজি বলেই সম্বোধন করছেন। ব্যক্তিগত জীবনে রাজনীতি থেকে দূরে থেকেও তাঁর নামের আগে এখন রাজনৈতিক তকমা। আড্ডার আসল মজা কোথায়? কোথায় আবার, চা আর তেলেভাজায়। বিষয়টা এমন নয় যে শুধু বাঙালিরাই চা আর তেলেভাজার ভক্ত। এই দুইয়ের স্বাদের মেলবন্ধনে, যেখানেই যান আড্ডা । জমানো মোটেই নয় শক্ত। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে মুম্বইয়ের সিরিয়াল ইন্ডাস্ট্রিতে ঢুঁ মারুন, একই ছবি দেখবেন। 'সাঞ্ঝা সিন্দুর'-এর সেটও ব্যতিক্রম নয়। শ্যুটিংয়ের অবসরে চা চাই কড়া, সঙ্গে পকৌড়া।