এক্সপ্লোর
Film Star: ব্যোমকেশের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ থেকে সমালোচনা, অকপটে নিজের মনের কথা জানালেন দেব
সত্যের সন্ধানে নেমেছেন দেব। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চরিত্রে দেব অভিনয় করছেন এখবর প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ায় জোর আলোচোনা চলছে। এরই মাঝে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র টিজার মুক্তি পেল। ব্যোমকেশের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ থেকে সমালোচনা, নানা বিষয় নিয়ে অকপটে নিজের মনের কথা জানালেন দেব। ব্যোমকেশের পর তাঁকে কি ভবিষ্যতে ফেলুদার চরিত্রেও দেখা যাবে? এই প্রশ্নেরও জবাব পাওয়া গেল তাঁর কাছে। সত্যবতীর ভূমিকায় নিজের প্রস্তুতি নিয়ে কথা বললেন রুক্মিণীও। পরিচালক বিরসা দাশগুপ্ত জানালেন, নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই তিনি বানিয়েছেন ব্যোমকেশ ও দুর্গ রহস্য।






























