Filmstar: পরিচালকের ভূমিকায় ফিরছেন করণ জোহর, কুমোরটুলিতে হিন্দি ছবি ‘উমা’-র শ্যুটিংয়ে কাজল অগ্রবাল
নতুন ছবির ঘোষণা করলেন করণ জোহর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তির পাঁচ বছর বাদে আবার পরিচালকের ভূমিকায় ফিরছেন তিনি। তাঁর নতুন ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবিটিতে অভিনয় করবেন আলিয়া ভাট এবং রণবীর সিংহ।
কুমোরটুলিতে চলছে হিন্দি ছবি ‘উমা’-র শ্যুটিং। পরিচালক তথাগত সিংহের এই ছবিতে অভিনয় করছেন কাজল অগ্রবাল। ১৫ আগস্ট পর্যন্ত শ্যুটিং চলবে। কাজল ছাড়াও এই ছবিতে রয়েছেন টিনু আনন্দ, হর্ষ ছায়া, গৌরব শর্মা।
নতুন ছবিতে এবার জুটি বাঁধছেন মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী। অরিন্দম শীলের পরিচালনায় সাইকোলজিক্যাল থ্রিলার ‘খেলা যখন’-এ অভিনয় করবেন তাঁরা। মহানন্দার শ্যুটিং শেষ করেই নতুন এই ছবির শ্যুটিং শুরু করবেন অরিন্দম। শ্যুটিং হবে উড়িষ্যায়। মিমি এবং অর্জুন ছাড়া ছবিটিতে অভিনয় করবেন হর্ষ ছায়া, জুন মালিয়া, বরুণ চন্দ, অলকানন্দা রায়, অর্ণ মুখোপাধ্যায়।
করোনাকে হারাতে হলে ভ্যাকসিন নিতেই হবে। আমাজন প্রাইম ভিডিওয় এই বার্তাই দিলেন তারকারা।
আমাজন প্রাইম ভিডিওয় প্রকাশ্যে এল রাপের সুরে বাস্তবের যোদ্ধাদের কাহিনি। ফারহান আখতার অভিনীত, রাকেশ ওমপ্রকাশ মেহেরার ছবি তুফান মুক্তির আগে এই ভিডিওয় তুলে ধরা হয়েছে লাইশ্রম সরিতা দেবী, কবিতা চহল, সরিতা চহল, নীতু ঘনঘাস, অরবিন্দকুমার প্রসাদ, নীরজ গোয়াত সহ ভারতের বহু ক্রীড়াবিদের লড়াই। ভিডিওটি পরিচালনা করেছেন নবরাজ ইরানি। হরিয়ানা, মণিপুর, দিল্লি, লাস ভেগাসের পাশাপাশি কলকাতার দু’টি বক্সিং ক্লাবেও শ্যুটিং হয়েছে এই ভিডিওর। গানটি লিখেছেন এবং গেয়েছেন ডি-ইভল। সুর দিয়েছেন ডাব শর্মা।
নেটফ্লিক্স ইন্ডিয়া ঘোষণা করল ওয়েব সিরিজ শি-এর দ্বিতীয় সিজনের। অদিতি পোহানকরকে নিয়ে শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সিরিজটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলি।
অক্ষয় খন্না অভিনীত জি ফাইভ অরিজিনাল ফিল্ম ‘স্টেট অফ সিজ-টেম্পল অ্যাটাক’ মুক্তি পেতে চলেছে ৯ জুলাই। প্রকাশ্যে এল ছবিটির নতুন টিজার।
প্রকাশ্যে এল প্রিয়দর্শনের ছবি হাঙ্গামা টুয়ের গান ‘চুরাকে দিল মেরা টু পয়েন্ট ও’। শিল্পা শেঠীর সঙ্গে এই গানের দৃশ্যে অভিনয় করেছেন মিজান জাফরি। অনু মালিকের সুরে এই রিমিক্স গানটি গেয়েছেন বেনি দয়াল, আনমোল মালিক। রানি রালিকের লেখা এই গানে সংযোজন করেছেন সমীর অঞ্জন। ২৩ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘হাঙ্গামা টু’।