Filmstar: টলিউড থেকে বলিউড, তারকা জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া !
সম্পর্কের আয়নায় সমস্যার মেঘ। আর সেই মেঘেই ঝড়ের আশঙ্কা। টলিউড ইন্ডাস্ট্রি থেকে বলিউড। তারকা জুটির ব্যক্তিগত সম্পর্কের শীতলতা নিয়ে তোলপাড় হচ্ছে সোশাল মিডিয়া।
সুখী দাম্পত্যের অ্যালবামে হঠাৎ ঝড়-বৃষ্টির আবহ। পূর্বাভাস পাওয়া যায়নি। মুখোমুখি, হাত ধরা-ধরি করে থাকা ছবিগুলোর মাঝে বেড়ে যাওয়া অনেকটা দূরত্ব যতন প্রকট হল, তখন একটাই প্রশ্ন এল আতস কাচের তলায়। এই দূরত্ব কি দুর্লঙ্ঘ ?
নীলাঞ্জনা আর যিশু সেনগুপ্তর সম্পর্কের ভাঙনের । গুঞ্জনে তোলপাড় টলিপাড়ায় আবার এক বিচ্ছেদের ছবি নিয়ে চর্চা। আর সেই চর্চার কেন্দ্রে অভিনেতা ঋষি কৌশিক। কিছুদিন আগেই ঋষি সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে একটি ছেলে ও মেয়ের দাম্পত্যের কাহিনি শুনিয়েছিলেন, যেখানে ছেলেটি বিবাহিত জীবন নিয়ে একেবারেই সুখী নয়। সেই ভিডিওয় কোথাও ঋষি তাঁর স্ত্রী দেবযানী চক্রবর্তীর নাম উল্লেখ করেননি। তবে ভিডিওটি ভাইরাল হতেই প্রশ্ন উঠতে থাকে, তাহলে ঋষি-দেবযানীর সম্পর্কেও কি চিড় ধরেছে ?
প্রশ্নের জবাব মেলার আগেই ঋষি কৌশিক আরও একটি। নতুন ভিডিও পোস্ট করে জানান, তিনি ভালই আছেন এবং খুব তাড়াতাড়ি একটি নতুন কাজ নিয়ে হাজির হতে চলেছেন অনুরাগীদের সামনে। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই প্রশ্ন ওঠে, দাম্পত্যে ভাঙনের ইঙ্গিতপূর্ণ ভিডিও পোস্ট তাহলে কি শুধুই প্রচার কৌশল ছিল? নেটিজেনদের এই প্রশ্নের সামনে ঋষি নিরুত্তর।