এক্সপ্লোর
ফিল্মস্টার: দেখুন কোয়েলের ছেলের প্রথম ছবি, বলুন তো ‘জুনিয়র’কে কার মতো দেখতে হয়েছে
৫ মে, মা হয়েছেন টলি তারকা কোয়েল মল্লিক। মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের জন্ম দিয়েছেন কোয়েল। নিসপাল সিং রাণের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান। তার ছবি সোশাল মিডিয়া পোস্ট করেছেন খোদ টলি তারকা।






























