ফিল্মস্টার: 'বিয়েটা আইনত অবৈধ, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছি', মুখ খুললেন নুসরত, কী জবাব দিলেন নিখিল?
জল্পনার অবসান। নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন নুসরত জাহান। বিবৃতি দিয়ে তিনি দাবি করেছেন, নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্কে নয় ছিলেন লিভ-ইন রিলেশনে। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না। তুরস্কে বিয়ের প্রসঙ্গ উল্লেখ করে নুসরত জাহান (Nusrat Jahan) দাবি করেছেন, ওই দেশের বিবাহ আইন অনুযায়ী ওই অনুষ্ঠানের কোনও বৈধতা নেই। যেহেতু এটা দুই সম্প্রদায়ের মধ্যে বিয়ে, তাই ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল। সেটা করা হয়নি। আইনের চোখে এটা বিয়েই নয়। বহুদিন ধরেই আমরা বিচ্ছিন্ন কিন্তু আমি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বলতে চাইনি, বিবৃতিতে জানান নুসরত জাহান। এ প্রসঙ্গে নিখিল জৈন বলেন, "আমি এব্যাপারে কিছু বলতে চাই না। আমি কোর্টে যা ফাইল করার করেছি। আদালতের ব্যাপার নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।" এদিকে সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে অ্যান্থলজি সিরিজ 'রে' মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। কোভিড ভ্যাকসিন নিলেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। প্রকাশ্যে এল ওয়েব সিরিজ 'সানফ্লাওয়ার'-র নতুন টিজার। কীর্তি কূলহারির ছবি 'শাদিস্তান'-র গানের ভিডিও এল প্রকাশ্যে। বিনোদন দুনিয়ার নানান খবর দেখে নেওয়া যাক 'ফিল্মি ফটাফট'-এ। অরিন্দম শীলের (Arindam Sil) উদ্যোগে কোভিড টিকাকরণ শিবিরে হাজির পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, দেবলীনা কুমার। এদিন অরিন্দমের উদ্যোগে এই শিবিরে প্রায় ৭০০ জনের কোভিড টিকাকরণ হয়। নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম 'আর্মি অফ দ্য ডেড'-র ভিএফএক্স (VFX) মেকিংয়ের দৃশ্য এল প্রকাশ্যে। ডিজনি প্লাসে মুক্তির অপেক্ষায় অ্যানিমেটেড ফিল্ম 'লুকা'। বিনোদন দুনিয়ার আরও কিছু খবরে চোখ রাখা যাক।