Filmstar: ভোল বদলে ভাইরাল রণবীর | মিশন সেলফিতে টম ক্রুজ | ২৮ জুন 'শর্মাজি কি বেটি' | ABP Ananda LIVE
রণবীর কপূরের রকিং লুক, কিংবা টম ক্রুজের পাশে ভারতীয় ফ্যানের মুখ। ববি থেকে বেবি দেওলের ম্যাজিক, ওদিকে আমের লোভে ফারহার গল্প ট্র্যাজিক। ভেজা ফ্রাই করে বিদ্যা যখন চুপ, নীনা গুপ্ত বানান গাটি কচুর স্যুপ। সেলিব্রিটিদের ভাইরাল ভিডিওর সেরা ঝলকে চোখ রাখা যাক আজ।
কিসসা হ্যায় কাঁচি কা। বলতেই পারেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। ভোল বদলে ভাইরাল করলেন রণবীর কপূরের নতুন লুক। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রকেটের গতি পেল ভিডিওটি। শুধুই কি লুকের ম্যাজিক? মোটেই না। এবার এই ভিডিওয় নজর দিন। জিমে এখন রণবীরের ভরসা রোমান রিং। রণবীরের পার্সোনাল ট্রেনার ন্যামের পোস্ট করা ভিডিওতে শুধু তাঁর অনুরাগীরাই নন, বুঁদ হয়েছেন আলিয়াও। বলিউড থেকে এবার হলিউড। মনে রাখতেই হবে, কোনও মিশনই ইম্পসিবল নয়। টম ক্রুজের সঙ্গে সেলফি তোলার মিশনও পসিবল হতেই পারে। ভারতীয় অনুরাগীদের আবদার মিটিয়ে তাঁদের সঙ্গে সেলফি তুলছেন টম ক্রুজ। সোশাল মিডিয়ায় এই ভিডিও নজর কাড়বে না, সেটা কী করে পসিবল?
'শর্মাজি কি বেটি'-র সঙ্গে ওটিটিতে আলাপ করাবেন তাহিরা। থ্রিলারে নতুন চমক দিতে আসছে থার্টি সিক্স ডেজ। তেলুগু তারকা বিষ্ণু মাঞ্চুর প্যান-ইন্ডিয়ায় ফিল্মে কারা থাকছেন ক্যামিওয়? দেখুন।