এক্সপ্লোর
Advertisement
ফিল্মস্টার: এবার অনলাইনে ‘শকুন্তলা দেবী’, অঙ্কুশ, অনির্বাণ, পরমব্রত অভিনীত ‘কেস জন্ডিস’ আজ থেকেই হইচইয়ে
সুজিত সরকার পরিচালিত অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’-র প্রদর্শিত পথেই হাঁটল বিদ্যা বালান-যিশু সেনগুপ্ত অভিনীত ‘শকুন্তলা দেবী’। আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেতে চলেছে ছবিটি। মানব কম্পিউটার হিসেবে খ্যাত শকুন্তলা দেবীর জীবন নির্ভর এই ছবিতে রয়েছেন সান্য মালহোত্র, অমিত সাধও। ৮ মে ছবিটির সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা ছিল। লকডাউনের জেরে তা সম্ভব হয়নি। আমাজন প্রাইম ভিডিওয় কবে থেকে ছবি দেখা যাবে তা এখনও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। এদিকে ইতিমধ্যেই ছবির ডিজিটাল রিলিজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মাল্টিপ্লেক্স চেন আইনক্স। প্রযোজকদের সিনেমাহল খোলার জন্য অপেক্ষা করার আবেদন জানানো হয়েছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র পক্ষ থেকেও। বিজ্ঞপ্তি জারি করে Producers Guild of India-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতি এবং সিনেমার ভবিষ্যতের কথা মাথায় রেখেই ডিজিটাল রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমাহল খুললে ডিস্ট্রিবিউটের সঙ্গে মিলে দর্শকদের হলে আনার সমস্ত ব্যবস্থা করা হবে।
সমস্ত শো
ফিল্মস্টার
মুখ খুললেন যিশু সেনগুপ্ত। কাদের নিশানা করলেন তিনি? দেব কী সমর্থন করলেন যিশুকে ?
রাফা নিয়ে সরব হলেও, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলায় কেন তাঁরা নীরব? সেলিব্রিটিরা এই জ্বলন্ত ইস্যু নিয়ে 'স্পিকটি নট' কেন?
কেউ খেলবে রাজনীতির খেলা পাল্টানোর খেলা। কেউ আবার ভূতের মুখোমুখি হয়ে খুঁজবে ভবিষ্যৎ
দেব আর বরখার অনস্ক্রিন ম্যাজিক, খাদানের নতুন গান 'হায়রে বিয়ে'-র ছন্দে জমিয়ে দিয়েছেন দু'জনে
নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি সেন্টিমেন্টাল, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার কবে?
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement