এক্সপ্লোর
মাত্র ৩ বছর বয়সে সিনেদুনিয়ায় পা রাখেন, সরোজ খানের প্রথম ছবি ছিল ‘নজরানা’
মাত্র ৩ বছর বয়সে সিনেদুনিয়ায় পা রাখেন তিনি। তাঁর প্রথম ছবি ছিল ‘নজরানা’। শিশুশিল্পী হিসেবে সেই ছবিতে শ্যামার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পাঁচের দশকে বলিউডে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতে শুরু করেন তিনি। নাচ শেখেন কোরিওগ্রাফার বি, সোহনলালের কাছে। ১৯৭৪ সালে ‘গীতা মেরা নাম’ ছবিটিতে কোরিগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন সরোজ খান। শ্রীদেবী আর মাধুরী দীক্ষিতের বহু হিট গানের কোরিওগ্রাফির সূত্রে খ্যাতির আলোয় আসেন তিনি। সেরা কোরিওগ্রাফার হিসেবে তিনবার জাতীয় পুরস্কারও জেতেন তিনি।






























