এক্সপ্লোর
‘সুশান্তের বয়সে আমি কিছুই অর্জন করিনি, বন্ধ হোক স্বজনপোষণ বিতর্ক’, মত মনোজ বাজপেয়ীর
৩৪ বছর বয়সে সুশান্ত সিং রাজপুত যা যা অর্জন করতে পেরেছিলেন, সেই বয়সে তার কিছু পাননি। এক সাক্ষাত্কারে জানালেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ২০১৯-এর ১ মার্চ মুক্তি পাওয়া ‘সোন চিড়িয়া-এ মনোজের সঙ্গে কাজ করেছিলেন সুশান্ত। নিজের সাক্ষাত্কারে বলিউডের নেপোটিজম, ফেভারিটিজম বিতর্ক নিয়েও মতামত ব্যক্ত করেন মনোজ। জানান, স্বজনপোষণ এবং বহিরাগতর এই বিতর্ক অবিলম্বে শেষ হওয়া প্রয়োজন। আমরা-ওরার এই বিভেদ দিয়ে ইন্ডাস্ট্রিকে ব্যাখ্যা করা উচিত নয়। সকলে মিলি এমন পরিস্থিতি তৈরি করতে হবে যা সবার কাজ করার উপুযুক্ত হয়।






























