Ghanta Khanek Sange Suman(২৩.০৯.২০২৪) পর্ব ২ : তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ CBI-এর | জেলমুক্তি অনুব্রতর | ABP Ananda
Ghantakhanek Sange Suman: স্বাস্থ্যক্ষেত্রের ‘থ্রেট কালচার' ঢুকে পড়েছে টালিগঞ্জের ষ্টুডিওপাড়াতেও? আত্মহত্যার চেষ্টা হেয়ার ড্রেসারের, সরব কৌশিক, ঋত্বিক, সুদীপ্তারা। ডাক্তারের ধর্ষণ-খুনের মামলায় এবার তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ CBI-এর। সৎকারে কী ভূমিকা ছিল পানিহাটির তৃণমূল বিধায়কের ? উত্তর খুঁজছে CBI। কার চাপে তড়িঘড়ি ময়নাতদন্ত? অটোপসি সার্জেনকেও ফের জিজ্ঞাসাবাদ। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের SSC ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। বাধা পেয়ে অফিসের সামনেই অবস্থান, চ্যাংদোলা করে তুলল পুলিশ। জেলমুক্তি অনুব্রতর, গরু পাচার মামলায় জামিন এনামুলেরও। DVC থেকে রাজ্যের প্রতিনিধির ইস্তফার পরে চড়া সুর মমতার, পাল্টা শুভেন্দু।
আরও খবর..
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে চোর সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ। প্রতিবেশীর সোনার হার চুরির সন্দেহে সিভিক ভলেন্টিয়ারের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ গৃহবধূর। ঘটনায় আহত গৃহবধূ ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে।
অশোক দিন্দার পর এবার প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে এত নাটক করে, রাত জেগে কী হল, প্রশ্ন দিলীপের