ঘণ্টাখানেক সঙ্গেসুমন(২১.১১.২৪)পর্ব১:আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।আদানিকে গ্রেফতার করা হোক:রাহুল
Ghanta Khanek Sange Suman: গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি মার্কিন আদালতের । শেয়ার দরে কারচুপির পর, এবার উঠল ২০০০ কোটি ঘুষের অভিযোগ । 'আদানিকে আড়াল করছেন প্রধানমন্ত্রী, আজই গ্রেফতার করা উচিত,' তীব্র আক্রমণ রাহুলের । 'বারবার মিথ্যে কথাই বলেন রাহুল,' পাল্টা জবাব বিজেপির । LIC খোয়াল ১২০০০ কোটি, ধস SBI-শেয়ারেও, মাথায় হাত মধ্যবিত্তের 'মমতার বিকল্প হয়না, তৃণমূলে ষড়যন্ত্র চলছে,' বিস্ফোরক দাবি শোভনের । জমি উদ্ধার করতে গিয়ে খুনের হুমকিও পেতে হয়েছিল,' বলছেন প্রাক্তন মেয়র । ১০ বছরে সবুজ জলাভূমি বদলে গেল ধূসর কংক্রিটে! । কী বলছে স্যাটেলাইট পিকচার? কী বলছে ক্যামেরা?
বছর খানেক আগে, হিন্ডেনবার্গের রিপোর্টে, শেয়ার দরে কারচুপির অভিযোগ উঠেছিল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। এবার সৌর বিদ্য়ুৎ প্রকল্পের বরাত পেতে, দু'হাজার দুশো সাঁইত্রিশ কোটি টাকা ঘুষের অভিযোগে, আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে FIR দায়ের হল। দায়ের হল গ্রেফতারি পরোয়ানাও। যার জেরে আজ সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বললেন, আদানিকে রক্ষা করছেন নরেন্দ্র মোদি, আজই আদানিকে গ্রেফতার করা উচিত। পাল্টা বিজেপির দাবি, রাফাল থেকে আদানি, বারবার মিথ্য়াচার করছেন রাহুল গান্ধী।