ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৩.০১.২৫) পর্ব ২: তৃণমূলে চরমে সংঘাত, অভিষেকের বক্তব্য খারিজ করলেন কুণাল
Ghanta Khanek Sange Suman: বাংলার দোরগোড়ায় সন্ত্রাসের কারখানা! আলিপুরদুয়ার থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প! কীভাবে ছড়াচ্ছিল জঙ্গিদের নেটওয়ার্ক? অসম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট । মুর্শিদাবাদের জেলে হামলা করে জঙ্গি ছিনতাইয়ের ষড়যন্ত্র এবার শিল্পী বয়কট নিয়ে তৃণমূলে চরমে সংঘাত । "আরজি করের সময় অভিষেক বিষয়টাতেই ছিলেন না, সামলেছি আমরা" কার্যত অভিষেকের বক্তব্য খারিজ করলেন কুণাল । "মমতার বিরুদ্ধে কুৎসাকারীদের না ডাকাই উচিত," কুণালের পাশে কল্যাণ, একসুর ব্রাত্যরও।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সরব শিল্পীদের একাংশকে বয়কটের ডাক ঘিরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল ঘোষ। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বা তিনি বয়কট নিয়ে কোনও নির্দেশ দেননি। আজ কুণাল ঘোষ বলেন, দলের একাধিক গ্রুপে বয়কট নিয়ে সার্কুলার রয়েছে। সেই সঙ্গে কুণাল ঘোষ এও বলেছেন, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ফেজটায় আর জি করের সময়টায়, যেহেতু সেই সময়টায় তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা-চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেব এর ডিফারেন্সটা কী। এই ইস্য়ুতে কুণাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, তাঁর এলাকায় এরকম হলে, তিনি নিজেও স্লোগান তুলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই তাঁর মত, বলছেন ব্রাত্য বসুও। আর এসব দেখে বিজেপির কটাক্ষ, মমতা ও অভিষেকের টিমের মধ্যে লড়াই শুরু হয়েছে।