Ghanta Khanek Sange Suman (১৮.০৬.২০২৪) পর্ব ২: বিকল অটো সিগন্যাল, রেল ট্র্যাকিং সিস্টেম | বলির পাঁঠা চালক ? | ABP Ananda LIVE
Ghanta khanek Sange Suman: ভয়াবহ রেল দুর্ঘটনার পর অভিশপ্ত সেই সিগন্যাল রুমে এবিপি আনন্দ। অকেজো অটো সিগন্যাল থেকে বিকল ট্রেন ট্র্যাকিং ডিভাইস। অথচ বলির পাঁঠা করা হচ্ছে প্রাণ হারানো চালককে! টানা চার-চারটে নাইট ডিউটি। পঞ্চম দিন কেন একই চালককে পাঠানো হয় মালগাড়ি চালাতে? সাহায্য না মেলার অভিযোগ, গাড়ির ডিকিতে মৃতদেহ আনতে হল পরিবারকে। "দুর্ঘটনার আড়াইঘণ্টা পর ঘটনাস্থলে আসেন রেলের উদ্ধারকারীরা", দাবি উদ্ধারকাজে প্রথম ঝাঁপিয়ে পড়া স্থানীয় পরিবারের।
ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কীভাবে হল এই দুর্ঘটনা? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির চালক দুজনকেই কি একই লাইনে এগোনোর জন্য় ছাড়পত্র দেওয়া হয়েছিল? দেওয়া হয়ে থাকলে কেন হয়েছিল? দুর্ঘটনার দায় কি ট্রেন চালক না মালগাড়ির চালকের? রাজধানী এক্সপ্রেস প্রাক্তন চালকভিবি সিংহ বলেছেন,বেশিরভাগ সময় ওটা লোকোপাইলটের উপর ফেলে দেওয়া হবে, সব যত নিজের ত্রুটিগুলো আছে চেপে দেওয়া হবে। ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ধাক্কার অভিঘাতে মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যান।