ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৫) পর্ব ৩: অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের | অবশেষে খুলল ল কলেজ
Ghantakhanek Sange Suman : বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার এবিপি আনন্দে শমীক ভট্টাচার্য। শুভেন্দু হিন্দুত্ববাদী শ্রমিক বহুত্ববাদী -- এটাই strategy—শ্যামও রাখলাম , কূলও রাখলাম? শুভেন্দুর সঙ্গে ঝগড়া শুধু সময়ের অপেক্ষা?'জয় শ্রীরাম' ছেড়ে এবার ভরসা 'জয় মা কালী'?অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। চিহ্নিত অযোগ্যদের ছাড়াই চালাতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া, নির্দেশ হাইকোর্টের। চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগে অংশ নিতে বারণ করেনি সুপ্রিম কোর্ট, সওয়াল SSC-র। 'কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়', বললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিতর্কের আবহে ৭ দিন পর খুলল কসবা ল কলেজ। ABP Ananda LIVE
এসএসসি-র নতুন নিয়োগ সং ক্রান্ত মামলায় আদালতের বড় নির্দেশ। বিচারপতি জানিয়ে দিলেন, নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাতে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না। তাঁদের ছাড়াই সংগঠিত করতে হবে নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েই করতে হবে নিয়োগ প্রক্রিয়া, এসএসসি ও রাজ্যকে নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে বিচারপতি জানিয়ে দিলেন, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ ইতিমধ্যে আবেদন করে থাকলে,তাহলে তা বাতিল বলে গণ্য হবে।






























