ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৮.০৭.২৪): জেলায় জেলায় সুপার স্পেশালিটি কি শুধু নামেই? উঠছে বড়সড় প্রশ্ন
Ghantakhanek Sange Suman: সরকারি প্রকল্পের অধীনে, সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করিয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন রোগীরা! গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনায় রাজ্য়জুড়ে শোরগোল পড়ে গেছে। কিন্তু কার গাফিলতিতে ঘটল এই ঘটনা, দায়ী কে? এখনও এই সব প্রশ্নের উত্তর অধরা।
সরকারি প্রকল্পে সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করিয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন রোগীরা!
বারবার অপারেশনের পরও আঁধার কাটেনি। বিশেষজ্ঞরা বলছেন, কী থেকে সংক্রমণ হয়েছে, তা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ করলে দৃষ্টি ফেরা সম্ভব। তবে তা অনিশ্চিত। এর পাশাপাশি শোনাব, কী বলছেন এই অসহায় ভুক্তভোগী মানুষগুলোও।
কলকাতার পাশাপাশি, জেলাতেও তৈরি হয়েছে একের পর এক সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু এগুলো কি শুধুই নামে? কারণ, বহু ক্ষেত্রেই অভিযোগ উঠছে, বড় বড় ঝাঁ চকচকে বিল্ডিং আছে, অত্য়াধুনিক বেড আছে, কিন্তু নেই পর্যাপ্ত চিকিৎসক। নেই কার্ডিওলজি বা নেফ্রোলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগও। মেলে না সিটি-স্ক্যান বা MRI-এর মতো পরিষেবারও।