ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২৪): বিজেপিতে কোন্দলের আবহে ফের শুভেন্দুকে সার্টিফিকেট দিলেন কুণাল ঘোষ
Ghantakhanek Sange Suman: "অন্যায় করলে তৃণমূলকেও ছাড়ি না"। একুশের মঞ্চ থেকে মমতার শুদ্ধিকরণ-বার্তা পৌঁছবে নেতাদের কানে? "দেড় মাস পর্যালোচনা করেছি, তিনমাসে ফল দেখবেন," এবার অভিষেকের কোপে দলের কারা? "দিলীপ-সুকান্তর থেকে বড় নেতা শুভেন্দু, ১০-এ ৯ পাবেন"। নেতা হিসেবে ফের শুভেন্দুকে সার্টিফিকেট কুণালের। ২১ জুলাই মঞ্চে ডাক পেলেন না শোভন। "দিদির সঙ্গে কথা বলেছি' বললেই তৃণমূলে ফেরা যায় না," সাফ জানালেন জয়প্রকাশ। সুপ্রিম কোর্টের রায়ের পরও থমথমে বাংলাদেশ। ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন শিক্ষাবিদ থেকে ছাত্ররা।
বিজেপিতে কোন্দলের আবহে ফের শুভেন্দু অধিকারীকে সার্টিফিকেট দিলেন কুণাল ঘোষ। এবার একেবারে মার্কশিট-সহ। তিনি বলেছেন, দিলীপ-সুকান্তর থেকে বড় নেতা শুভেন্দু। নেতা হিসেবে তাঁকে দশে নয় নম্বর দিয়েছেন কুণাল ঘোষ। এর আগে গত বৃহস্পতিবার কুণাল ঘোষ বলেছিলেন, "সুকান্ত বা ওর যে সব দলবল অফিস কাছারি চালায়, ওগুলো মানে, নেতা হিসেবে সুকান্তর শুভেন্দুর জুতো পালিশ করার যোগ্য়তা নেই।"