ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮ ১০ ২৪-পর্ব ১): স্টুডিওয় তিলোত্তমার মা-বাবা, হত্যার দু'মাস পর কী চাইছে পরিবার?
Ghantakhanek Sange Suman: টেলিভিশন স্টুডিয়ও তিলোত্তমার মা-বাবা হত্যার দু'মাস পর কী চাইছে পরিবার? ক্রমশ পিছনে সরে যাচ্ছে তিলোত্তমার ন্যায়বিচারের দাবি? কী মত CBI-এর ভূমিকায়? কী বলছেন ডাক্তারদের অনশন নিয়ে? এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। 'সিবিআইয়ের উপর ভরসা আছে, সুপ্রিম কোর্ট যেভাবে মনিটারিং করছে গোটা বিষয়টা আশা করছি বিচার পাব। 'কিছু প্রমাণ নষ্ট হয়েছে, ফলে সিবিআইকে সময় দিতে হবে। আমরা এখন বাধ্য হয়ে অপেক্ষা করছি, যদি ধীরে ধীরে বিচার পাওয়া যায়।' বললেন আর জি কর হাসপাতালে নির্যাতিতার বাবা। 'সিবিআইয়ের তরফে যোগাযোগ রাখা হচ্ছে, কিন্তু অফিসাররা বলছেন আমাদের কিছু বলা বারণ, ফলে আমরা কিছু জানতে পারছি না। আমার এখনও মনে হয় এই ঘটনায় একজন নয়, অনেকে জড়িত। এরকম নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তারা যেন ধরা পড়ে আর দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়।' বললেন তিলোত্তমার মা। ABP Ananda Live