ঘণ্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ১, ২৯.০৭.২৪): পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্ব তুঙ্গে, শুনশান টলিপাড়া; ফাঁকা একের পর এক সটুডিও
পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্ব তুঙ্গে, আজও শুনশান টলিপাড়া। ফাঁকা একের পর এক সটুডিও, পরিচালকদের বৈঠকেও অধরা সমাধান।
টানাপোড়েনে বন্ধ শ্যুটিং, সঙ্কটে মেগা সিরিয়ালের ভবিষ্যতও।
ফেডারেশন বনাম পরিচালকদের এই লড়াইয়ে সমাধান সূত্র মিলবে কোন পথে? টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এ নিয়ে মুখ খুলেছেন চিরঞ্জিত, ঋতুপর্ণা, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো অভিনেতারাও। অন্যদিকে ফেডারেশন সভাপতির সমালোচনা করেছেন অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সেখানে কুণাল ঘোষের জবাব, কলাকুশলীদের স্বার্থরক্ষার চেষ্টা করছেন স্বরূপ বিশ্বাস।
সোমবার দিনভর বন্ধ রইল শ্যুটিং। একদিকে ফেডারেশন। যার মাথায় তৃণমূলের দাপুটে নেতা স্বরূপ বিশ্বাস...। তারমধ্য়ে তৃণমূল বিধায়ক যেমন রয়েছেন, তেমনই ফেডারেশনের আচরণে ক্ষুবধদের মধ্য়ে রয়েছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। এই প্রেক্ষাপটেই টেকনিসিয়ানদের সংগঠন ফেডারেশনের সম্পর্কে অভিযোগের সুর শোনা গেছে বর্ষীয়ান অভিনেতা ও তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের গলায়।
টালিগঞ্জে অচলাবস্থা । ফেডারেশনের মাথায় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস । ফেডারেশনে ক্ষুব্ধ শাসক 'ঘনিষ্ঠ' একঝাঁক পরিচালক। নমনীয় হবে কোন পক্ষ?