ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.০৬.২৩) পর্ব-২: পঞ্চায়েত ভোটে রণক্ষেত্র ভাঙড়! মনোনয়ন ঘিরে তুমুল সংঘর্ষ। ABP Ananda Live
মনোনয়ন ঘিরে অগ্নিগর্ভ ভাঙড় (Bhangar)। বিডিও অফিসের কাছেই বিজয়গঞ্জ বাজারে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা। শতাধিক বোমা ও ৭ রাউন্ড গুলিও চলে অভিযোগ। গুলিবিদ্ধ এক আইএসএফ (ISF) প্রার্থী। বোমার স্প্লিন্টারে বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হন। পুলিশকে লক্ষ্য করেও বোমাবাজি ও ইটবৃষ্টি হয়। বোমার মুখে পিছু হঠে পুলিশ। কাশীপুর থানার আহত এসআইয়ের দাবি, আইএসএফ কর্মীরা কাচের বোতল ছোড়ে। আইএসএফ প্রার্থীদের লাথি মারতে দেখা যায় পুলিশকে। লাঠিচার্জ করা হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। আইএসএফ প্রার্থীদের অভিযোগ, মনোনয়ন আটকাতে তাঁদের লক্ষ্য করে বোমাবাজি শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির দাবি, বোমাবাজির খবর দিতে আসায় তাঁকে আটক করা হয়েছে। বোমা বাঁধার সময় আটক, দাবি পুলিশের। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির দাবি, তাঁদের প্রার্থীদের মনোনয়ন আটকাতেই তৃণমূল হামলা চালায়। ভাঙড়ের ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন (Panchayat Election)।