Hoy Ma Noy Bouma: ৫০০ পর্ব পার, ফুলকির পুরো টিম কেক কেটে সেলিব্রেট করল ৫০০ পর্ব পূর্তির আনন্দ
ABP Ananda Live: বিনোদনের ভেল্কি দেখিয়েই ৫০০ পর্ব পার করল ফুলকি। সাফল্যের সোপান পেরিয়ে তাই সেলিব্রেশন তো হবেই। ফুলকির পুরো টিম কেক কেটে সেলিব্রেট করল ৫০০ পর্ব পূর্তির আনন্দ। তারই সঙ্গে জমিয়ে পেটপুজো আর আড্ডা।
পায়ে পায়ে ৫০০ পর্ব পার করে ফেলল 'ফুলকি' (Fulki) ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম অভিনয়ে পা রেখেছিলেন দিব্যাণি মণ্ডল। আর সেই ধারাবাহিকই পার করে ফেলল ৫০০ পর্ব। খাওয়া দাওয়া থেকে শুরু করে কেক কাটা, উচ্ছ্বাসে মাতলেন টিমের সক্কলে। আর অফ ক্যামেরাতেও ধরা পড়ল রোহিত আর ফুলকির রসায়ন। প্রত্যেকের কথাতেই উঠে আসল সেই শুরুর দিনগুলির কথা.. যেদিন প্রথম শুরু হয়েছিল এই ধারাবাহিক, সেদিন কেমন ছিল পরিবেশ? স্মৃতিতে ডুব দিব্যাণি আর অভিষেক।
All Shows






























