এক্সপ্লোর
Advertisement
শর্বরী দত্তর স্মরণে কী বললেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা?
ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তর অস্বাভাবিক মৃত্যু। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন টলিউডের তারকরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, "'২০-২২ বছর আগে আমিই প্রথম মডেলিং করে ছিলাম শর্বরীদির জন্য। শর্বরীদি আমার কাছে একজন লেজেন্ড। শর্বরীদি আমার কাছে একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে বেঁচে থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।" শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি জানান, খবর তা শুনে মনখারাপ হয়ে গেল।
শর্বরী দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সংগীতশিল্পী অনুপম রায়। তিনি জানিয়েছেন, খবরটা শুনে প্রথমে বিশ্বাসই হয়নি। কিছুদিন আগেই শর্বরীদির সঙ্গে দেখা হয়েছে। তিনি স্বতঃস্ফূর্তভাবে ডিজাইন করতেন। আমার সঙ্গে দেখা হলেই ফ্যাশন নিয়ে কথা বলতেন। অন্যদিকে অভিনেতা অঙ্কুশ হাজরা জানিয়েছেন, খবরটা শুনে আমি শোকড। তিনি একজন অত্যন্ত ভাল মানুষ ছিলেন।
শর্বরী দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সংগীতশিল্পী অনুপম রায়। তিনি জানিয়েছেন, খবরটা শুনে প্রথমে বিশ্বাসই হয়নি। কিছুদিন আগেই শর্বরীদির সঙ্গে দেখা হয়েছে। তিনি স্বতঃস্ফূর্তভাবে ডিজাইন করতেন। আমার সঙ্গে দেখা হলেই ফ্যাশন নিয়ে কথা বলতেন। অন্যদিকে অভিনেতা অঙ্কুশ হাজরা জানিয়েছেন, খবরটা শুনে আমি শোকড। তিনি একজন অত্যন্ত ভাল মানুষ ছিলেন।
সমস্ত শো
হয় মা নয় বৌমা
অনির্বাণের বাঁকা কথা রাই কি আদৌ গায়ে মেখেছে? নাকি দিয়েছে পাল্টা জবাব?
ডোনা আর অয়ন শীতের দুপুরে ময়দানে কী করতে গিয়েছেন? প্রেম করছেন? গল্পটা কী বলুন তো?
সাজঘরে ঘোরতর বাকযুদ্ধ ! রোশনাইয়ের শ্যুটিংয়ের ফাঁকে সাজঘরে কি নিয়ে বাধল গোলযোগ?
দাদুর কথায় সিনে এবার এন্ট্রি নেবে রায়ান। তারপর কী হবে? শোনা যাক ঈশানী আর উদয়ের বয়ান
দর্শকের ভালবাসা জিতে হাজার পর্বে পা রাখল দিদি নম্বর ওয়ান। ছোটপর্দায় সাফল্যের সফরের স্মৃতি চারণে কী বললেন রচনা?
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement