এক্সপ্লোর
Tollywood: এবার কি ভাঙতে চলেছে দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়ের সম্পর্ক?
দীর্ঘ ৮ বছরের বৈবাহিক জীবনে দাঁড়ি পড়তে চলেছে দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়ের। নভেম্বরের শেষ থেকেই দেবলীনা-তথাগত আলাদা থাকছেন। এবিপি আনন্দ দেবলীনার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাঁরা একসঙ্গে থাকছেন না।
তথাগতর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান সম্পর্ক অত্যন্ত জটিল বিষয়। সম্পর্ক কবে কখন কোন মোড় নেয় আগে থেকে কেউ আঁচ করতে পারে না।
বিবৃতির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তথাগত জানান, এটা তাঁর ব্যক্তিগত বিষয়। তিনি এ নিয়ে কোনও কথা বলতে চান না।
বিবৃতি চট্টোপাধ্যায় এ নিয়ে বলেন, তিনি কোনও মন্তব্য করতে চান না।
All Shows
হয় মা নয় বৌমা

পরিণীতার শ্যুটিংয়ে আড্ডা। সিরিয়ালের গল্পে 'শ্রীমান ভগবান দাস'। নিশান্তিকা শোনালেন নিজের ব্যাগ বৃত্তান্ত।

ফিকশন, নন-ফিকশন শোয়ে নতুন ম্যাজিক, বিনোদনের নতুন ঠিকানা জি বাংলা সোনার

র্যাপিড ফায়ারের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য অনন্যার, কী বললেন অভিনেত্রী?

দুই বাড়ির মাঝে সীমারেখাটা ঠিক কোথায়? ধারাবাহিক শোলক-সারির দুই সেটই ঘুরে দেখাল শোলক

ধারাবাহিক আমাদের দাদামণি-র সেজবোন রানির সঙ্গে শ্যুটিংয়ের ফাঁকে আড্ডা, কী বললেন সুচন্দ্রা?






















