Jukti Takko (পর্ব ১): "কথার পিঠে কথা হল, অভিযোগ-স্তূপ পড়ল জমা, ভাঙবে শেষে অচলায়তন? বিচার পাবে তিলোত্তমা?"
ABP Ananda LIVE: "কথার পিঠে কথা হল—অভিযোগ-স্তূপ পড়ল জমা, ভাঙবে শেষে অচলায়তন? বিচার পাবে তিলোত্তমা?" বক্তা — অনিকেত মাহাতো, সুমন বন্দ্যোপাধ্যায়, পুণ্যব্রত গুণ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সজল ঘোষ, মোক্ষ, অর্ণব সাহা, সব্যসাচী চট্টোপাধ্যায়।
"অনেক দূর সময় কাটিয়ে দিয়ে/তারপর তবু/চলার কিছুটা আরো পথ আছে টের পাই।" লিখেছিলেন জীবনানন্দ, কিন্তু নবান্ন সভাঘরে, সোমবার, যে মিটিং-টা পঁয়তাল্লিশ মিনিটের গণ্ডি ছাড়িয়ে দু'ঘণ্টায় পৌঁছল, সেই বৈঠকের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য়। 'আরও পথ আছে'-তো বটেই, কারণ সুবিচার এখনও বহুদূর। তবে বৈঠকের নির্যাস নিয়েও বঙ্গসমাজ দ্বিধাবিভক্ত। একদল বলছে, এই পর্যায়ে যেভাবে, মুখ্য়মন্ত্রীর সামনে বসে, সরকারি অবস্থানকে চ্য়ালেঞ্জ করে, পাল্টা জবাব দিয়ে, নিজেদের বেশিরভাগ দাবি আদায় করেছেন জুনিয়র ডাক্তাররা, তা অভূতপূর্ব এবং ঐতিহাসিক। অন্য় দল বলছে, প্রায় আড়াই মাসের আন্দোলন শেষে যেভাবে বৈঠকের বেশিরভাগ সময়, শুধুমাত্র ছাত্রভোট আর কমিটি-গঠন নিয়ে ব্য়য় হল, তা হতাশাজনক। তাই দিনের শেষে হাতে রইল পেনসিল! এই দুই মেরুর ভাবনা নিয়েই আজ আলোচনা হবে এই বিশেষ পর্বে।