Jukti Takko: 'আমি মনে করি একটি ডাক্তারের মৃত্যু মানে হাজার মানুষের মৃত্যু এমনি হবে', মন্তব্য সজলের
ABP Ananda LIVE: 'আমরা পদত্যাগ চাইব না কেন? স্বাস্থ্যমন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী আবার হচ্ছেন পুলিশ মন্ত্রী। সব রিলেটেড, এর মাথা তো একটাই। যে দফতর সর্বোচ্চ জায়গা, যাঁরা মানুষের জীবন দেয়। ভগবান জীবন দেয় কেউ বিশ্বাস করে কেউ আবার করে না, কিন্তু ডাক্তার যে জীবন দান করে এটা কেউ অবিশ্বাস করতে পারবে না। আমার প্রশ্ন, সেখানে যদি টাকা দিয়ে ডাক্তার বানানো হয়, কিংবা যদি নম্বর বাড়ানো হয়, সঙ্গে সঙ্গে যদি একজন অযোগ্য লোক যদি ডাক্তার হয়ে বসে তাহলে এমনি হাজার মানুষের মৃত্য হবে। আমি মনে করি একটি ডাক্তারের মৃত্যু মানে হাজার মানুষের মৃত্যু এমনিই হবে', মন্তব্য সজল ঘোষের।
"লক্ষ কণ্ঠে প্রতিবাদ আজ/মশালের মতো জ্বলে,/সুবিচার যেন হারিয়ে না যায়/রাজনীতি-ঘোলাজলে। বক্তা মীর, কাকলি ঘোষ দস্তিদার, অগ্নিমিত্রা পাল, অভিজিৎ চৌধুরী, কুণাল ঘোষ, সজল ঘোষ,অনিকেত মাহাতো, বাদশা মৈত্র ।