এক্সপ্লোর
Advertisement
Reporter Stories: পরিবেশ আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে রবীন্দ্র সরোবরে ছটপুজো
পরিবেশ আদালতের নির্দেশ, কেএমডিএ-র নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে, রাতভর অবাধে রবীন্দ্র সরোবরে ছটপুজো। সারা রাত খোলা ছিল গেট। ছিল না পুলিশের নজরদারি। যে সমস্ত বেসরকারি নিরাপত্তারক্ষী ছিলেন, তাঁদের কাছেও কোনও নির্দেশ ছিল না। গতকাল রাত ৩টে থেকে আজ ভোর পর্যন্ত রবীন্দ্র সরোবরে রমরমিয়ে চলল ছটপুজো। ভোর পৌনে ৪টে নাগাদ গেটের বাইরে দেখা যায় পুলিশ কর্মীদের। এদিকে, সারা রাত ধরে ভিতরে ফাটানো হয় শব্দবাজি, তারস্বরে বাজানো হয় সাউন্ড বক্স, ছিল ব্যান্ড পার্টিও। এরই মধ্যে সরোবরের জলে মিশল তেল-ঘি। সকালে দেখা যায়, জলে ভাসছে মাটির সরা, ফুল-মালা, প্লাস্টিক, এমনকি চকোলেট বোমাও। সকাল ৭টা নাগাদ সাফাই অভিযানে নামেন কেএমডিএ-র কর্মীরা। পরে স্থানীয় বিজেপি কর্মীরাও স্বচ্ছ অভিযান শুরু করেন। যদিও এতে দূষণ আটকানো সম্ভব হবে না বলেই মনে করছেন পরিবেশ কর্মীরা।
সমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement