Bengal BJP: এবার জেলা কমিটি নিয়ে ক্ষোভ উগরে দিলেন নদিয়া ও পুরুলিয়ার বিজেপি নেতাদের একাংশ | Bangla News
এবার নদিয়ার নতুন জেলা কমিটি নিয়ে ক্ষোভ বিজেপির। বাদ তিনবারের সাধারণ সম্পাদক। এলাকার ভোটার নন তাই বাদ, দাবি বিজেপি সংসদের। পারলে প্রমাণ করুন, পাল্টা নিরঞ্জন।
পুরুলিয়ায় (Purulia) বিজেপির (BJP) নতুন জেলা কমিটি নিয়ে অন্তর্কলহ প্রকাশ্যে। ওবিসি (OBC) মোর্চার রাজ্য সহ সভাপতির বাড়িতে তালা ঝোলাল দলেরই একাংশ। আদি ও তৎকাল বিজেপির সংঘাত, খোঁচা তৃণমূলের।
গাইঘাটার (Gaighata) বাগদার উত্তর বাগনায় পিকনিকের আয়োজন শান্তনু ঠাকুরের (Shantanu Thakur)। উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরও (Subrata Thakur)। '
বীরভূমের লোকপুরে অবৈধভাবে কয়লা মজুত ঠেকাতে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। গুলি চালিয়েছে পুলিশ, অভিযোগ কয়লা পাচারকারীদের।
বিধানসভায় মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক (MLA) পদ খারিজ মামলার শুনানি শেষ। মুকুল রায় এখনও বিজেপিতেই (BJP) আছেন, শুনানিতে দাবি তাঁর আইনজীবীর। ‘নিজের ট্যুইটার হ্যান্ডেলেই মুকুল রায় দাবি করেন, তিনি তৃণমূলে আছেন’, পাল্টা দাবি বিজেপির আইনজীবীর। সামনের সপ্তাহেই এই মামলায় রায় ঘোষণার সম্ভাবনা।'
৪টি পুরসভার ভোটগণনা ১৪ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। ১২ ফেব্রুয়ারি ৪ পুরসভার ভোটগ্রহণ হবে।