Speed News : জিটিএ নির্বাচন বয়কটের ডাক দিয়ে পাহাড়ে আমরণ অনশনে বসলেন বিমল গুরুঙ্গ ।Bangla News
২৬ জুন GTA নির্বাচন। তার আগে আজ থেকে GTA বিরোধিতা ও একাধিক দাবি দাওয়া নিয়ে অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং! জিটিএ ভোটের বিরোধিতায় সুর চড়াচ্ছে বিজেপিও। যদিও তৃণমূলের কটাক্ষ, পাহাড়ে সংগঠন নেই, তাই ভোটে যেতে চাইছে না গেরুয়া শিবির।
২৬ জুন ঝালদায় মৃত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ওয়ার্ডে ভোট । ২৬ জুন পানিহাটিতে মৃত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের ওয়ার্ডে ভোট।
একইদিনে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ভোট। ভোটের আগে অসুস্থ হয়ে মৃত্যু হয় ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর। ২৬ জুনই দমদমের ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে ভোট।
জিটিএ নির্বাচন বয়কটের ডাক দিয়ে পাহাড়ে আমরণ অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙ্গ। ২০১২ সালে জিটিএ-র প্রথম ও শেষ নির্বাচন হয়। এরপর ২০১৭-য় জিটিএ থেকে পদত্যাগ করে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামেন বিমল গুরুঙ্গ। রক্তক্ষয়ী আন্দোলনে প্রায় সাড়ে তিনমাস স্তব্ধ হয়ে পড়ে পাহাড়। গোর্খা জনমুক্তি মোর্চায় ভাঙন ধরে। মোর্চার একাংশকে জিটিএ-তে প্রশাসক হিসেবে রেখে এতদিন কাজ চালানো হচ্ছিল। বিমল গুরুঙ্গ প্রায় তিনবছর আত্মগোপন করেছিলেন। গত বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের সঙ্গে আপস করে পাহাড়ে ফেরেন। তাঁর দাবি, এখনও তিনি রাজ্য সরকারের পাশেই আছেন। তবে গুরুঙ্গের দাবি, পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান।
ভোট লুঠ করতে এলেই তাড়া করে মারতে হবে। মহিলা মোর্চার সভায় সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাওয়াই। প্রতি বুথে পাঁচ জন করে মহিলা নিয়ে গঠন করা হবে দুর্গা বাহিনী।
এই প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘গরমকাল চলছে তো তাই মাথা গরম হলে দু’চারটে কথা বেরোয়। আবার বর্ষাকাল, শরৎকাল পড়লে মাটিতে দাঁড়ানো অবস্থাটা ফিরে আসবে। যারা বুথ কমিটি গঠন করতে পারেন না বুথে লোক দিতে পারেন না তাদের আবার বড় বড় কথা, গরুর গাড়ির হেডলাইট। মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে আছেন। সুকান্ত মজুমদার একজন ট্রেনি সভাপতি বিজেপির। মহিলাদের যা স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস দেয় তা ভারতবর্ষের আর কোনও দল দেয় না।'