Corona Update: নজরে ৯ চটজলদি : রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৫ হাজার পার, সংক্রমিত কলকাতার পুলিশ কমিশনার | Bangla News
রাজ্যে একদিনে করোনা (COVID 19) আক্রান্ত সাড়ে ১৫ হাজারের কাছে। মৃত্যু বেড়ে ১৯। দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক কলকাতায়। মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। কলকাতা, উঃ ২৪ পরগনার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি। হাওড়া, হুগলি, দঃ ২৪ পরগনাতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ।
করোনা আক্রান্ত (Covid Affected) কলকাতা পুলিশের (Kolkata Police) কমিশনার (Kolkata Police commissioner) বিনীত কুমার গোয়েল (Vineet Kumar Goyal)। দেশ তথা রাজ্যে কার্যত সুনামির মতোই আছড়ে পড়েছে করোনা সংক্রমণ। এর আগেও কলকাতা পুলিশের একাধিক আধিকারিকের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এবার করোনা সংক্রমিত হলেন কলকাতার পুলিশ কমিশনারও (Kolkata Police Commissioner Vineet Goyal)
ফের বেলাগাম করোনা, নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, মেয়র, জেলা শাসক, পুলিশ সুপারের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক, ‘রাত্রিকালীন বিধিনিষেধে আরও কড়াকড়ি করতে হবে’, ‘রাত্রিকালীন বিধিনিষেধে চালু থাকবে হোম ডেলিভারি’, ‘খুব প্রয়োজন ছাড়া সরকারি অফিসে ভিজিটরে নিয়ন্ত্রণ’, ‘সিনিয়র অফিসারদের ওয়ার্ক ফ্রম হোমে জোর’। ডিএম, এসপি, মেয়র, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব। বাজারে ভিড় নিয়ন্ত্রণে পদক্ষেপ নিক পুলিশ। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে পুলিশের কাছে আবেদন পুরসভার।