এক্সপ্লোর
পুরভোটের আগে উত্তর দমদমে মিলল অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ২
পুরভোটের আগে উত্তর দমদম পুর-এলাকায় মিলল অস্ত্র কারখানার হদিশ। গ্রেফতার ২। উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল নিমতার শ্রীদূর্গা পল্লির একটি বাড়িতে যৌথ অভিযান চালায় সিআইডি ও নিমতা থানার পুলিশ। ওই বাড়ির একতলায় বেআইনিভাবে অস্ত্র তৈরির কারবার চলছিল। পুলিশ সূত্রে খবর, দমদম থেকে এক দুষ্কৃতী অস্ত্র কিনতে আসে। সেইসময় হাতেনাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র। বাকি অস্ত্র কারবারিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

























