Saat Sokale: পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ
পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। তিনপাকুরিয়া অঞ্চলের বাবুপুরে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কংগ্রেস কর্মী আরিফ শেখ। রবিবার সন্ধেয় বাবুপুরে তৃণমূল ও কংগ্রেস দুপক্ষেরই প্রচার কর্মসূচি ছিল। রাত সাড়ে আটটা নাগাদ দু পক্ষের মধ্যে বচসা বাধে। কংগ্রেসের অভিযোগ, সামশেরগঞ্জের তৃণমূল বিধায়কের নেতৃত্বে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন কংগ্রেস কর্মী। পাল্টা তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম দাবি করেছেন, তাঁর গাড়িতেই হামলা চালায় কংগ্রেস কর্মীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। অধীর চৌধুরীকেও নিশানা করেন তৃণমূল বিধায়ক। এনিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির কোনও প্রতিক্রিয়া মেলেনি। দলীয় কর্মীর ওপর হামলার প্রতিবাদে এদিন রাতে ডাকবাংলো মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।