Swargaram Plus LIVE: শঙ্কর ঘোষের গাড়িতে পাথর, জুতো, লাঠি। নাগরাকাটায় হামলায় রক্তাক্ত খগেন মুর্মু
ABP Ananda LIVE: ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপির সাংসদ ও বিধায়ক । এলাকার কিছু মানুষের গুন্ডামির শিকার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদার সাংসদ খগেন মুর্মু । মাথা ফেটে গেছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর । পিছন থেকে বিধায়ক শঙ্কর ঘোষকে ধাক্কা । নাগরাকাটার বামনডাঙা যাওয়ার মুখে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, সাংসদ । শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর । বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়িতে পাথর, জুতো, লাঠি । বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন বিজেপি বিধায়ক-সাংসদরা পিছনে তৃণমূল আছে, অভিযোগ বিজেপির ।
দুর্যোগে চূড়ান্ত দুর্ভোগ। সুযোগ বুজে গাড়ির চড়া ভাড়া। বিমানেও এক ভোগান্তির অভিযোগ
প্রবল বৃষ্টি আর ধসে লন্ডভন্ড উত্তরবঙ্গ। ২৪জনের মৃত্যু। একের পর এক গ্রাম প্রায় নিশ্চিহ্ন। নাগরাকাটায় মিলল আরও ২জনের দেহ। এখনও অনেকে নিখোঁজ। পাহাড়ে বেড়াতে দুর্যোগে চূড়ান্ত দুর্ভোগ। সুযোগ বুজে গাড়ির চড়া ভাড়া। বিমানেও এক ভোগান্তির অভিযোগ।






























