এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রের রায়গড়ে ৫০০ ফুট গভীর খাদে বাস, মৃত অন্তত ৩৩, শোকপ্রকাশ মোদী, রাহুলের
মুম্বই: মহারাষ্ট্রের রায়গড়ে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩৩ জনের। মৃতরা প্রত্যেকেই ডক্টর বালাসাহেব সাবন্ত কোঙ্কন কৃষি বিদ্যাপীঠের কর্মী। তাঁরা দাপোলি থেকে মহাবালেশ্বেরে পিকনিক করতে যাচ্ছিলেন। রায়গড় ও সাতারা জেলার মাঝে অম্বেনালি ঘাটে বাসটি ৫০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
রায়গড়ের পুলিশ আধিকারিক পি ডি পাতিল জানিয়েছেন, ‘রত্নাগিরির কোঙ্কন কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন কর্মী মহাবালেশ্বর-পঞ্চগনিতে পিকনিক করতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন। আজ সকাল ৯টা নাগাদ পোলাদপুরের কাছে বাসটি ৫০০ ফুট নীচে গিরিখাতে পড়ে যায়।’
স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই বাসের একজন যাত্রী বেঁচে গিয়েছেন। তিনি কোনওরকমে বাস থেকে বেরিয়ে গ্রামবাসীদের খবর দেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের পাশাপাশি গ্রামবাসীরাও উদ্ধারকার্যে হাত লাগান। তবে বৃষ্টি ও দুর্বল মোবাইল নেটওয়ার্কের ফলে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।
মুম্বই: মহারাষ্ট্রের রায়গড়ে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩৩ জনের। মৃতরা প্রত্যেকেই ডক্টর বালাসাহেব সাবন্ত কোঙ্কন কৃষি বিদ্যাপীঠের কর্মী। তাঁরা দাপোলি থেকে মহাবালেশ্বেরে পিকনিক করতে যাচ্ছিলেন। রায়গড় ও সাতারা জেলার মাঝে অম্বেনালি ঘাটে বাসটি ৫০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
রায়গড়ের পুলিশ আধিকারিক পি ডি পাতিল জানিয়েছেন, ‘রত্নাগিরির কোঙ্কন কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন কর্মী মহাবালেশ্বর-পঞ্চগনিতে পিকনিক করতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন। আজ সকাল ৯টা নাগাদ পোলাদপুরের কাছে বাসটি ৫০০ ফুট নীচে গিরিখাতে পড়ে যায়।’
স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই বাসের একজন যাত্রী বেঁচে গিয়েছেন। তিনি কোনওরকমে বাস থেকে বেরিয়ে গ্রামবাসীদের খবর দেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের পাশাপাশি গ্রামবাসীরাও উদ্ধারকার্যে হাত লাগান। তবে বৃষ্টি ও দুর্বল মোবাইল নেটওয়ার্কের ফলে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।
রায়গড়ের পুলিশ আধিকারিক পি ডি পাতিল জানিয়েছেন, ‘রত্নাগিরির কোঙ্কন কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন কর্মী মহাবালেশ্বর-পঞ্চগনিতে পিকনিক করতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন। আজ সকাল ৯টা নাগাদ পোলাদপুরের কাছে বাসটি ৫০০ ফুট নীচে গিরিখাতে পড়ে যায়।’
স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই বাসের একজন যাত্রী বেঁচে গিয়েছেন। তিনি কোনওরকমে বাস থেকে বেরিয়ে গ্রামবাসীদের খবর দেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের পাশাপাশি গ্রামবাসীরাও উদ্ধারকার্যে হাত লাগান। তবে বৃষ্টি ও দুর্বল মোবাইল নেটওয়ার্কের ফলে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement