পচা মাংসের পর এবার পচা ছানা উদ্ধার কাটোয়া থানার মঙ্গলকোট থেকে
পচা মাংসের পর এবার পচা ছানা উদ্ধার। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার মঙ্গলকোট থেকে উদ্ধার প্রায় ২ হাজার কেজি পচা ছানা। গোপন সূত্রে খবর পেয়ে, আজ সকালে কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পালের নেতৃত্বে পাঁচ সদস্যের দল আলু রাখার হিমঘরে হানা দেয়। প্রায় আড়াইশো প্লাস্টিকের জার থেকে উদ্ধার হয় আনুমানিক ২ হাজার কেজি পচা ছানা। সেগুলি ফুলে-ফেঁপে নষ্ট গিয়েছে, কোনও কোনও ছানার পাত্রে ছত্রাকও জন্মেছে। পচা ছানা বাজেয়াপ্ত করে পুলিশ। হিমঘরের কয়েকটি ঘর সিল করে দেওয়া হয়েছে। হিমঘর মালিকের খোঁজ চলছে।
পচা মাংসের পর এবার পচা ছানা উদ্ধার। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার মঙ্গলকোট থেকে উদ্ধার প্রায় ২ হাজার কেজি পচা ছানা। গোপন সূত্রে খবর পেয়ে, আজ সকালে কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পালের নেতৃত্বে পাঁচ সদস্যের দল আলু রাখার হিমঘরে হানা দেয়। প্রায় আড়াইশো প্লাস্টিকের জার থেকে উদ্ধার হয় আনুমানিক ২ হাজার কেজি পচা ছানা। সেগুলি ফুলে-ফেঁপে নষ্ট গিয়েছে, কোনও কোনও ছানার পাত্রে ছত্রাকও জন্মেছে। পচা ছানা বাজেয়াপ্ত করে পুলিশ। হিমঘরের কয়েকটি ঘর সিল করে দেওয়া হয়েছে। হিমঘর মালিকের খোঁজ চলছে।