সুন্দরবনের দিকে এগোচ্ছিল জ্বলন্ত জাহাজ, তারমধ্যেই জাহাজে ফের বিস্ফোরণ, উদ্ধারের চেষ্টা অসমাপ্ত রেখেই ফিরতে হল নৌবাহিনীকে
সুন্দরবনের দিকে এগোচ্ছিল জ্বলন্ত জাহাজ। তারই মধ্যে জাহাজে ফের বিস্ফোরণ। উদ্ধারের চেষ্টা অসমাপ্ত রেখেই ফিরতে হল নৌবাহিনীর বিশেষ মার্কোজ দলকে। আজ সকালে বিশাখাপত্তনম থেকে আসা নৌবাহিনীর বিশেষ দলটি যখন জাহাজের ইঞ্জিন চালু করে সেটিকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই পরপর চারবার বিস্ফোরণ হয়। জ্বলন্ত জাহাজটিকে সেখানেই নোঙর করে কলাইকুণ্ডায় ফিরে যায় নৌবাহিনীর সি কিং ফর্টি টু সি। মার্কোজ দলের সদস্যদের সঙ্গেই ছিলেন ওই জাহাজের উদ্ধার হওয়া চারজন ইলেকট্রিক্যাল ও ইঞ্জিনিয়ারিং অফিসার। জাহাজের আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায়, ওই এলাকায় মত্স্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আপাতত সুন্দরবন থেকে ১৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে জলন্ত জাহাজটি।
সুন্দরবনের দিকে এগোচ্ছিল জ্বলন্ত জাহাজ। তারই মধ্যে জাহাজে ফের বিস্ফোরণ। উদ্ধারের চেষ্টা অসমাপ্ত রেখেই ফিরতে হল নৌবাহিনীর বিশেষ মার্কোজ দলকে। আজ সকালে বিশাখাপত্তনম থেকে আসা নৌবাহিনীর বিশেষ দলটি যখন জাহাজের ইঞ্জিন চালু করে সেটিকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই পরপর চারবার বিস্ফোরণ হয়। জ্বলন্ত জাহাজটিকে সেখানেই নোঙর করে কলাইকুণ্ডায় ফিরে যায় নৌবাহিনীর সি কিং ফর্টি টু সি। মার্কোজ দলের সদস্যদের সঙ্গেই ছিলেন ওই জাহাজের উদ্ধার হওয়া চারজন ইলেকট্রিক্যাল ও ইঞ্জিনিয়ারিং অফিসার। জাহাজের আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায়, ওই এলাকায় মত্স্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আপাতত সুন্দরবন থেকে ১৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে জলন্ত জাহাজটি।