নিজের সই বিকৃত করে চেক দিয়ে প্রায় দেড় লক্ষ টাকার গয়না হাতিয়ে দমদমের এক দোকান থেকে চম্পট মহিলার, তারপর কী হল দেখুন
এখনই কিছু গয়না চাই। এমনই ব্যস্ততা দেখিয়ে দোকানে আসেন এক মহিলা। তড়িঘড়ি চেক দিয়ে কিছু গয়নাও নিয়ে যান। কিন্তু ব্যাঙ্কে চেক জমা দিতে গিয়েই বিপত্তি।
নিজের সই বিকৃত করে চেক দিয়ে প্রায় দেড় লক্ষ টাকার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দমদমের খালিসাকোটার এলাকায়।
সোনার দোকানের মালিকের দাবি, জমা দেওয়ার পর বাউন্স করে ১ লক্ষ ৩২ হাজার টাকার ওই চেক। ব্যাঙ্ক থেকে জানানো হয়েছে, চেকে নিজের সই বিকৃত করেন ওই মহিলা। পাশাপাশি, ঠিকানাও ভুল দেন। অনেক চেষ্টায় ঠিকানা খুঁজে বের করে মহিলার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, সব গয়না বন্ধক দিয়ে দিয়েছেন তিনি।
দমদম থানায় অভিযোগ করা হলেও পুলিশ গুরুত্ব দিয়ে তদন্তে করেনি বলে অভিযোগ দোকান মালিকের।
অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, জানা গিয়েছে, মহিলার নাম শতরূপা সাহা। বাড়ি দমদম এলাকাতেই। তাঁর খোঁজে তল্লাশি চলছে। চেষ্টা করা হচ্ছে গয়না উদ্ধার করার।
এখনই কিছু গয়না চাই। এমনই ব্যস্ততা দেখিয়ে দোকানে আসেন এক মহিলা। তড়িঘড়ি চেক দিয়ে কিছু গয়নাও নিয়ে যান। কিন্তু ব্যাঙ্কে চেক জমা দিতে গিয়েই বিপত্তি।
নিজের সই বিকৃত করে চেক দিয়ে প্রায় দেড় লক্ষ টাকার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দমদমের খালিসাকোটার এলাকায়।
সোনার দোকানের মালিকের দাবি, জমা দেওয়ার পর বাউন্স করে ১ লক্ষ ৩২ হাজার টাকার ওই চেক। ব্যাঙ্ক থেকে জানানো হয়েছে, চেকে নিজের সই বিকৃত করেন ওই মহিলা। পাশাপাশি, ঠিকানাও ভুল দেন। অনেক চেষ্টায় ঠিকানা খুঁজে বের করে মহিলার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, সব গয়না বন্ধক দিয়ে দিয়েছেন তিনি।
দমদম থানায় অভিযোগ করা হলেও পুলিশ গুরুত্ব দিয়ে তদন্তে করেনি বলে অভিযোগ দোকান মালিকের।
অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, জানা গিয়েছে, মহিলার নাম শতরূপা সাহা। বাড়ি দমদম এলাকাতেই। তাঁর খোঁজে তল্লাশি চলছে। চেষ্টা করা হচ্ছে গয়না উদ্ধার করার।