এক্সপ্লোর
Advertisement
ছুটির সকালে সাউথ সিটি মলে আগুন আতঙ্ক
ছুটির সকালে সাউথ সিটি মলে আগুন আতঙ্ক। ঘটনাস্থলে যায় দমকলের ২১ টি ইঞ্জিন। আনা হয় ফায়ার ল্যাডার। দমকল সূত্রে জানা গিয়েছে মলের ফুডকোর্টের ফলস সিলিংয়ে আগুন লাগে। গোটা মল কালো ধোঁয়ায় ভরে যায়। বন্ধ করে দেওয়া হয় সামনের রাস্তার যান চলাচল। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় আগুন নেভানোর কাজ। সকাল ৯ টার কিছু পরে মল থেকে ধোঁয়া বেরতে দেখেন মল কর্মীরা। বেজে ওঠে মলের ফায়ার আলার্ম। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেসময় অনেকেই মলের ভেতর সিনেমা দেখছিলেন। তাঁদের দ্রুত মল থেকে বের করে দেওয়া হয়। খালি করে দেওয়া হয় গোটা মল। মলের পাশেই রয়েছে আবাসন। আতঙ্ক ছড়ায় সেখানেও। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে আজ সাউথ সিটি মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ছুটির সকালে সাউথ সিটি মলে আগুন আতঙ্ক। ঘটনাস্থলে যায় দমকলের ২১ টি ইঞ্জিন। আনা হয় ফায়ার ল্যাডার। দমকল সূত্রে জানা গিয়েছে মলের ফুডকোর্টের ফলস সিলিংয়ে আগুন লাগে। গোটা মল কালো ধোঁয়ায় ভরে যায়। বন্ধ করে দেওয়া হয় সামনের রাস্তার যান চলাচল। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় আগুন নেভানোর কাজ। সকাল ৯ টার কিছু পরে মল থেকে ধোঁয়া বেরতে দেখেন মল কর্মীরা। বেজে ওঠে মলের ফায়ার আলার্ম। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেসময় অনেকেই মলের ভেতর সিনেমা দেখছিলেন। তাঁদের দ্রুত মল থেকে বের করে দেওয়া হয়। খালি করে দেওয়া হয় গোটা মল। মলের পাশেই রয়েছে আবাসন। আতঙ্ক ছড়ায় সেখানেও। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে আজ সাউথ সিটি মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement