চিকিত্সার গাফিলতিতে প্রসূতির মৃত্যু, বনগাঁর নার্সিংহোমে ধুন্ধুমার, চিকিত্সকের বাড়িতে ভাঙচুর
চিকিত্সার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বনগাঁর নার্সিংহোমে ধুন্ধুমার। নার্সিংহোম ও চিকিত্সকের বাড়িতে ভাঙচুর। আটক রোগীর ২ আত্মীয়।
১০ এপ্রিল, গঙ্গা নার্সিংহোমে ভর্তি হন বনগাঁর ভবানীপুরের বাসিন্দা দীপা রায়। পরিবারের দাবি, চিকিত্সক বিপদভঞ্জন বিশ্বাস গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়ে অস্ত্রোপচার করেন। রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ সকালে মৃত্যু হয় ওই রোগীর। এরপরই চিকিত্সায় গাফিলতির অভিযোগে নার্সিংহোম ও চিকিত্সকের বাড়িতে ভাঙচুর চালায় রোগীর পরিজনরা। বনগাঁ থানায় অভিযোগও দায়ের হয়। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। ভাঙচুরের অভিযোগে আটক করা হয়েছে রোগীর ২ আত্মীয়কে।
চিকিত্সার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বনগাঁর নার্সিংহোমে ধুন্ধুমার। নার্সিংহোম ও চিকিত্সকের বাড়িতে ভাঙচুর। আটক রোগীর ২ আত্মীয়।
১০ এপ্রিল, গঙ্গা নার্সিংহোমে ভর্তি হন বনগাঁর ভবানীপুরের বাসিন্দা দীপা রায়। পরিবারের দাবি, চিকিত্সক বিপদভঞ্জন বিশ্বাস গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়ে অস্ত্রোপচার করেন। রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ সকালে মৃত্যু হয় ওই রোগীর। এরপরই চিকিত্সায় গাফিলতির অভিযোগে নার্সিংহোম ও চিকিত্সকের বাড়িতে ভাঙচুর চালায় রোগীর পরিজনরা। বনগাঁ থানায় অভিযোগও দায়ের হয়। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। ভাঙচুরের অভিযোগে আটক করা হয়েছে রোগীর ২ আত্মীয়কে।