আমার চোখে চোখ রাখতে পারছেন না, ওপরে হাসছেন, ভিতরে নার্ভাস, মোদীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ রাহুলের
নয়াদিল্লি: রাফালে চুক্তি থেকে অমিত শাহের ছেলের সম্পত্তি বৃদ্ধি। দুর্নীতি নিয়ে মোদীকে সরাসরি আক্রমণে রাহুল গাঁধী। তীব্র আক্রমণের শেষে আচমকা জাদু কি ঝাপ্পি। সংসদ মাতিয়ে মোদীকে হতভম্ব করলেন রাহুল। এগিয়ে এসে মোদীকে জড়িয়ে ধরেন তিনি। ঘটনায় অপ্রস্তুতে পড়া বিজেপির মন্তব্য সংসদীয় নিয়ম না জেনে হাস্যকর নাটক।
মোদীকে জুমলা-কটাক্ষ রাহুল গাঁধীর। টিডিপি একা নয়, অনেকেই আজ জুমলার শিকার, মন্তব্য রাহুলের। প্ৰধানমন্ত্রী শব্দের দাম থাকা উচিত,
প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা কোথায়?
বছরে ২ কোটি কর্মসংস্থান কোথায়? প্রশ্ন কংগ্রেস সভাপতির। ছোট ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন না। বিজেপির আমলে বেকারত্ব বেড়েছে, দাবি রাহুলের।
নয়াদিল্লি: রাফালে চুক্তি থেকে অমিত শাহের ছেলের সম্পত্তি বৃদ্ধি। দুর্নীতি নিয়ে মোদীকে সরাসরি আক্রমণে রাহুল গাঁধী। তীব্র আক্রমণের শেষে আচমকা জাদু কি ঝাপ্পি। সংসদ মাতিয়ে মোদীকে হতভম্ব করলেন রাহুল। এগিয়ে এসে মোদীকে জড়িয়ে ধরেন তিনি। ঘটনায় অপ্রস্তুতে পড়া বিজেপির মন্তব্য সংসদীয় নিয়ম না জেনে হাস্যকর নাটক।
মোদীকে জুমলা-কটাক্ষ রাহুল গাঁধীর। টিডিপি একা নয়, অনেকেই আজ জুমলার শিকার, মন্তব্য রাহুলের। প্ৰধানমন্ত্রী শব্দের দাম থাকা উচিত,
প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা কোথায়?
বছরে ২ কোটি কর্মসংস্থান কোথায়? প্রশ্ন কংগ্রেস সভাপতির। ছোট ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন না। বিজেপির আমলে বেকারত্ব বেড়েছে, দাবি রাহুলের।