Bangladesh News LIVE :আদালতের মধ্যেই সন্ন্যাসীর আইনজীবীর উপরে ফের হামলার অভিযোগ!
ABP Ananda LIVE : ফের মৌলিক অধিকার লঙ্ঘন, বাংলাদেশের জেলেই বন্দি সন্ন্যাসী! পরপর আইনজীবীর উপরে হামলা, রেহাই নেই আদালতেও! মৌলবাদীদের হুমকির মুখেও সন্ন্যাসীর হয়ে সওয়াল আইনজীবী রবীন্দ্র ঘোষের। আদালতের মধ্যেই সন্ন্যাসীর আইনজীবীর উপরে ফের হামলার অভিযোগ!আইনজীবীর উপরে হামলা, বিচারককেও হুমকি দেওয়ার অভিযোগ!
আরও খবর, ফের প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা। TRAI ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (IVR) কলের মাধ্যমে অভিযোগকারিণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। ইলেকট্রনিক ডেটা অ্যানালিসিস করে টাওয়ার লোকেশন মিলিয়ে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের ২ বাসিন্দাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ। ধৃত ধনজি জগন্নাথ শিন্দে ও বিনোদ কোনদিবা পাওয়ারের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি মোবাইল ফোন ও প্রি-অ্যাক্টিভেটেড সিম। চক্রের জাল কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখা হচ্ছে।