Mamata Banerjee: ''আপনারা সব নিয়ে নেবেন, আমরা বসে বসে ললিপপ খাব....", কড়া বার্তা মুখ্য়মন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কেউ হুমকি দিচ্ছেন চারদিনে কলকাতা দখল করার! কেউ আবার দিবাস্বপ্ন দেখছেন, বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেওয়ার। এই আবহে বাংলাদেশ ইস্য়ুতে, ভারত-বিদ্বেষীদের কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী। বললেন, ''আপনারা সব নিয়ে নেবেন, আর আমরা বসে বসে ললিপপ খাব, এটা ভাবার কোনও কারণ নেই!
আরও খবর...
আজ সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। বিচারের দাবিতে ৪ মাস পার, কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি। ৭ নভেম্বরের পরে কাল ফের সুপ্রিম কোর্টে আর জি কর-মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি।
গতবার বিরোধীশূন্য ভোট, এবার কাঁথি সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী। গতবার সমবায় ভোটের ৯৫টি আসনে ৯৫টিতেই জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীর। সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রবিবার কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটগ্রহণ। ভোটে অশান্তির বাংলায় এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী। কাঁথির সমবায় ব্যাঙ্কে ১০৮টি প্রতিনিধি পদে রবিবার ভোট। কাঁথিতে সমবায় ভোট, প্রতি বুথে সিসি ক্যামেরার নজরদারি।






















