Budget 2024: লোকসভা ভোটে বাংলায় হারের জেরে কি বঙ্গকে ব়ঞ্চিত করলেন মোদি? প্রশ্ন তৃণমূলের
ABP Ananda Live: পূর্বোদয়' প্রকল্পের কথা বলতে গিয়ে, বাংলা-সহ পাঁচ রাজ্য়ের নাম নিলেন নির্মলা সীতারমণ। বললেন, পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নই সরকারের লক্ষ্য়। কিন্তু বাজেট ঘোষণায় তার কি কোনও প্রতিফলন থাকল? বাংলা বঞ্চনার শিকার হল, সরাসরি অভিযোগ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। যদিও, বাংলা ব়ঞ্চিত হয়েছে বলে মানতে রাজি নন বিজেপির রাজ্য় নেতৃত্ব।
নরেন্দ্র মোদির বিজেপি এবার সংসদে সংখ্য়ালঘু।তাই মোদি কিং...কিন্তু কিংমেকার নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু। বাজেটে দুই জোট-বন্ধুর রাজ্য়ের প্রতি কল্পতরু হয়ে...নরেন্দ্র মোদি বার্তা দিলেন, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে! নাইডু বললেন, ধন্য়বাদ! নীতীশ বুঝিয়ে দিলেন, এটাই তো হওয়ার কথা ছিল! কিন্তু, লোকসভা ভোটে বাংলায় হারের জেরে কি বঙ্গকে ব়ঞ্চিত করলেন মোদি? প্রশ্ন তুলল তৃণমূল। নির্মলা সীতারমণের প্রায় দেড় ঘণ্টার বাজেটে একটিবারের জন্য় পশ্চিমবঙ্গের নাম উচ্চারণ হল ঠিকই...কিন্তু প্রাপ্তি কী আদৌ হল?