Budget 2025: সরস্বতী পুজোর আগে মধ্যবিত্তের লক্ষ্মী লাভ। আয়করে বেনজির ছাড়
ABP Ananda Live: সরস্বতী পুজোর আগে মধ্যবিত্তের লক্ষ্মী লাভ। আয়করে বেনজির ছাড়। নতুন কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। প্রবীণদের সুদেও ছাড় বেড়ে দ্বিগুণ। শনির বাজেটে মধ্য়বিত্তের মঙ্গল। প্রত্যাশার থেকেও বেশি প্রাপ্তি। ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত। সাশ্রয় সাড়ে একাত্তর হাজার। ১৫ লক্ষে সাড়ে বত্রিশ হাজার। ২৫ লক্ষ বার্যিক আয়ে লক্ষাধিক টাকার সাশ্রয়। আয়করের সর্বস্তরেই ঢালাও ছাড়। প্রবীণ নাগরিকদের সুদে ছাড় বেড়ে ৫০ হাজার থেকে ১ লক্ষ। সাধারণের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার। মধ্যবিত্ত থেকে প্রবীণ। বাজেটে কল্পতরু কেন্দ্র। জনতা জনার্দনের বাজেট। বললেন প্রধানমন্ত্রী। বিমায় বাড়ল বিদেশি বিনিয়োগ। ৭৪ শতাংশ থেকে বেড়ে বিমায় FDI ১০০ শতাংশ করার প্রস্তাব। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আনছে কেন্দ্র।
যদি কোনও ব্যক্তি 16 লক্ষ বছরে রোজগার করেন, তাহলে তিন 50,000 টাকা কর ছাড়ের সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে তার আয়কর ধার্যের পরিমাণ হবে 7.5 শতাংশ। একইভাবে কেউ 18 লক্ষ টাকা বছরে উপার্জন করলে সঞ্চয় থেকে 70,000 টাকা ছাড় পাবেন তিনি। এই ক্ষেত্রে তার কার্যকরী আয়করের পরিমাণ হবে 8.8 শতাংশ। কেউ যদি বছরে 20 লাখ উপার্জন করেন, সেই ক্ষেত্রে তিনি কর ছাড়ের সুবিধা হিসাবে 90,000 টাকা ছাড় পাবেন। তাকে 10 শতাংশ হারে ট্য়াক্স দিতে হবে। পাশাপাশি 25 লাখ টাকা আয়ের একজন ব্যক্তিকে 1,10,000 টাকা কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। তিনি সব মিলিয়ে 13.2 শতাংশ কর দেবেন । তবে কেউ যদি 50 লাখ টাকা বছরে আয় করেন, তাকে 21.6 শতাংশ হারে কর দিতে হবে। সেই ক্ষেত্রে তার কর ছাড়ের পরিমাণ হবে 1,10,000 টাকা।






















