Budget 2024:স্বল্প-দীর্ঘ ২মেয়াদেই ক্যাপিটাল গেনে বাড়ল কর,ফ্যামিলি পেনশনে ছাড় ১৫ থেকে বেড়ে ২৫হাজার
ABP Ananda LIVE: দীর্ঘমেয়াদী শেয়ার, মিউচুয়াল ফান্ড বা বাজার থেকে পাওয়া, ক্য়াপিটাল গেনের ক্ষেত্রে করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র। তবে বেড়েছে করের হারও। আগে বার্ষিক এক লক্ষ টাকা পর্যন্ত ক্য়াপিটাল গেনে কোনও কর দিতে হত না। এবার সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা। অন্য়দিকে, আগে যেখানে লং টার্ম ক্য়াপিটাল গেনে দশ শতাংশ কর দিতে হত, এবার তা বাড়িয়ে করা হয়েছে বারো দশমিক পাঁচ শতাংশ। শর্ট টার্ম ক্য়াপিটাল গেনের ক্ষেত্রেও করের হার পনেরো শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে কুড়ি শতাংশ। পাশাপাশি জমি ও বাড়ির মতো সম্পত্তির ক্ষেত্রে লং টার্ম ক্য়াপিটাল গেনে ইন্ডেক্সেশন তুলে দিয়েছে সরকার। এতেও অনেকের অসুবিধা হবে বলেই মনে করছেন কর বিশেষজ্ঞরা।






















