Union Budget 2022: চলতি অর্থবর্ষে ফাইভ জি স্পেকট্রাম পরিষেবা চালু হবে, ঘোষণা অর্থমন্ত্রীর | Bangla News
‘বিভিন্ন ক্ষেত্রে টাকা দেওয়ার জন্য এবার চালু হবে ই-বিল। প্রতিরক্ষা বরাদ্দের ২৫ % ব্যবহার হবে গবেষণায়। অরণ্য সংরক্ষণ এবং অরণ্য সম্পদ রক্ষায় বিশেষ জোর। ডিআরডিও-র সঙ্গে এবার কাজ করবে বেসরকারি সংস্থাও। এই আর্থিক বছরেই চালু হবে ফাইভ জি স্পেকট্রাম পরিষেবা।" তিনি যোগ করেন, "ব্যাঙ্ক গ্যারান্টির বিকল্প হিসাবে চালু হবে সিওরিটি বন্ড। সিওরিটি বন্ড দেবে ইনসিওরেন্স কোম্পানিগুলি।" "ফসলের গোড়া পোড়া আটকাতে এবং দূষণ রোদে বিশেষ উদ্যোগ। তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫.৭ % বায়োমাসের ব্যবহারে জোর। গণপরিবহণে বিদ্যুৎ চালিত গাড়ির ওপর জোর। শহরাঞ্চলে বাড়ানো হবে চার্জিং স্টেশন", বাজেট অধিবেশনে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman)।






















